নর্থ মেসিডোনিয়ান ফুটবলার আন্দ্রেই লাজারোভ গত রোববার এক নাইটক্লাবের আগুনে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন। জানা গেছে ২৫ বছর বয়সী ফুটবলার বিল্ডিংয়ে থাকা অন্যদের বাঁচাতে গিয়ে নিজে আটকা পড়েছিলেন।
ডেইলি মেইল জানিয়েছে মেসিডোনিয়ান শহর কোচানির পালস নাইটক্লাবে ডিএনকের একটি কনসার্ট ছিল সেদিন। এক হাজারের বেশি ভক্ত হাজির হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা গেছে ভেন্যুতে আতশবাজির ব্যবহার হয়েছিল।
এরপরই আগুন লাগে এবং ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় সময় রাত ৩টায় লাগে সে আগুন। টুইটারে এক পোস্টে জানানো হয়, ‘নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহতদের একজন আন্দ্রেই লাজারোভ, এফসি শ্কুপির একজন ফুটবলার। অন্যদের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করতে গিয়ে ধোঁয়ার কারণে প্রাণ হারান তিনি। সত্যিকারের নায়কেরা সাহস দিয়ে গড়া।’
উত্তর মেসিডোনিয়ার যুবদলে খেলা লাজারোভ এতদিন ক্রোয়েশিয়ান লিগে খেললেও এই মৌসুমেই শ্কুপিতে যোগ দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে ক্লাব, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি কোচানির হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে আমাদের ফুটবলার আন্দ্রেই লাজারোভও ছিলেন। একজন বীরের মতো অন্যদের আগুন থেকে বাঁচানোর সময় মৃত্যু হয়েছে লাজারোভের। অন্যদের আগুন থেকে সরিয়ে নিরাপদে পাঠানোর সময় ধোঁয়ায় ঢাকা পড়েন তিনি। জীবনের শেষ মুহূর্তেও এই সাহসিকতা ও মানবিকতা দেখানোর জন্য আজীবন মানুষ তাঁকে মনে রাখবে। এটা আমাদের ক্লাব, তাঁর সতীর্থ ও ফুটবল সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। এই মর্মান্তিক ঘটনায় যে ভয়ংকর কষ্ট হচ্ছে তা বলে বোঝানো যাচ্ছে না।’