ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর অভিনীত খলনায়কের চরিত্র বেশ সাড়া ফেলেছিল। দর্শকরা তো বটেই, এমনকি পরিচালক-প্রযোজকরাও এই ধরনের চরিত্রের জন্য তাঁকে বারবার প্রস্তাব দিচ্ছিলেন। এক সময় অবশ্য সেই তকমা ভেঙে তিনি হয়ে উঠেছেন প্রেমের প্রতীক। বলা হচ্ছে, বলিউড বাদশা শাহরুখ খানের কথা। সম্প্রতি জোর গুঞ্জন উঠেছে যে, পুরনো মেজাজে ধরা দিতে চলেছেন এই অভিনেতা। হাজির হতে যাচ্ছেন খলনায়ক হিসেবে!
দক্ষিণী পরিচালক সুকুমারের আগামী ছবিতে শাহরুখ নাকি পুরোদস্তুর ‘ভিলেন’। যেখানে নায়কের চরিত্রে দেখা যেতে পারে ‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুনকে।
শাহরুখ এর আগেও একাধিক দক্ষিণী নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে মণিরত্নমের ‘দিল সে’ ও অ্যাটলির ‘জওয়ান’। দ্বিতীয় সিনেমাটিতে বাবা-ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন তিনি।
এবার তাঁকে কী ধরনের চরিত্রে দেখা যাবে? সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সুকুমারের আগামী ছবিতে উঠে আসছে গ্রামীণ রাজনৈতিক প্রেক্ষাপট। তাতে ‘অ্যান্টি হিরো’ হিসেবে থাকছেন শাহরুখ। একেবারে গ্রামের মেঠো চরিত্রে দেখা মিলবে তাঁর।
এই খবর প্রকাশ্যে আসার পরেই বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোরগোল। এদিকে, দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন শাহরুখের অনুরাগীরা! অনেকে চিন্তা করছেন, তারকাবহুল এই ছবি সত্যিই কি হবে? কারও কারও আশঙ্কা—এমন অনেক ছবিরই ঘোষণা হয়, কিন্তু শেষমেশ সিনেমাটি আর হয়ে উঠে না। অন্য ভক্তরা অবশ্য অপেক্ষার প্রহর গুনছেন একফ্রেমে শাহরুখ-আল্লুকে দেখার জন্য।