দিনাজপুরের ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা লাকী বেগম (৩৮) ও মেয়ে মরিয়ম (৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে মহরম আলীর নিজ বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের এ ঘটনা ঘটে।
লাকী বেগম উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মহরম আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাকী বেগমের সাথে পাশের বাড়ির আজিজুল ইসলামের অনৈতিক সম্পর্কের জেরে আজ রাতে বিচারের মাধ্যমে তাদের গ্রাম থেকে বের করার কথা ছিল। এ অবস্থায় লাকী বেগম ও তার মেয়ে মরিয়মের ফাঁস দেওয়া মরদেহ পাওয়ার ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ‘আমরা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে এসেছি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য মরিয়ম বেগমের স্বামী মহরমকে থানায় নিয়ে আসা হয়েছে।’