" দুর্বল ব্যাংক রাষ্ট্রের অধীনে! জারি হলো নতুন অধ্যাদেশ "

দুর্বল ব্যাংক রাষ্ট্রের অধীনে! জারি হলো নতুন অধ্যাদেশ

বাংলাদেশে আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে দুর্বল ব্যাংকের একীভূতকরণ, অবসায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। ১০ মে (শুক্রবার) এটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এর আগে ১৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটির অনুমোদন দেয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, এতদিন দুর্বল কোনো ব্যাংকের ব্যবস্থাপনা বা অবসায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা সীমিত ছিল। নতুন এই অধ্যাদেশের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, যদি বাংলাদেশ ব্যাংক মনে করে কোনো ব্যাংক কার্যকর নয়, দেউলিয়া হয়েছে বা দেউলিয়া হওয়ার পথে রয়েছে, আমানতকারীদের পাওনা মেটাতে পারছে না— এমন পরিস্থিতিতে ব্যাংকটির জন্য রেজল্যুশন বা পুনর্বিন্যাস সিদ্ধান্ত নিতে পারবে।

এতে আরও বলা হয়, কোনো ব্যাংকের সুবিধাভোগী মালিক যদি সম্পদ বা তহবিল নিজের স্বার্থে ব্যবহার করেন, কিংবা প্রতারণামূলক লেনদেন করেন, সেক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনবোধে অস্থায়ী প্রশাসক নিয়োগ, নতুন বা বিদ্যমান শেয়ারধারীদের মাধ্যমে মূলধন বৃদ্ধি, ব্যাংকের শেয়ার বা সম্পদ তৃতীয় পক্ষকে হস্তান্তরের সিদ্ধান্ত নিতে পারবে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال