" পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭ টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক! "

পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭ টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক!

ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক। ইতোমধ্যে অন্তত সাতটি অস্ত্রবাহী সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ২৭ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান করাচিতে অবতরণ করে। এতে নানা ধরনের সামরিক সরঞ্জাম ছিল। এ ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য একটি বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে দেখছে টাইমস অফ ইন্ডিয়া।

শুধু একটি বিমানই নয়, ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে তুরস্কের আরও ছয়টি কার্গো বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে প্রতিবেদনটি। সেসব বিমানেও সামরিক সরঞ্জাম ছিল বলে নিশ্চিত করেছে তুর্কি ও পাকিস্তানি সূত্র।

ভারত-অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তুরস্কের এই সামরিক সহায়তার ঘটনা ঘটছে বলে বিশ্লেষণ করেছে টাইমস অফ ইন্ডিয়া।

এদিকে শুধু তুরস্কই নয়, চীনের সঙ্গেও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে চীন প্রায় ৪০টি দেশে অস্ত্র রপ্তানি করেছে, যার মধ্যে ৮২ শতাংশের বেশি অস্ত্রের গন্তব্য ছিল পাকিস্তান।

অন্যদিকে, ভারতের সাথে যুদ্ধ বেধে গেলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থী শিখরা। খালিস্তানি নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধ শুরু হলে দুই কোটি শিখ অপ্রতিরোধ্য দেয়াল হয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে। তিনি আরও দাবি করেন, ভারতীয় সেনাদের পাঞ্জাব পার হওয়ার সুযোগ দেওয়া হবে না।


পান্নু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করে বলেন, ইন্দিরা গান্ধীর পরিণতি তাদেরও হতে পারে। তার অভিযোগ, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কাশ্মীরে হামলার নাটক সাজিয়েছে এবং হিন্দুদের হত্যা করে ভোটের রাজনীতিতে ফায়দা তুলতে চাইছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال