" শাহবাগে গ্যাস বেলুনের দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৩ "

শাহবাগে গ্যাস বেলুনের দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৩


 

রাজধানীর শাহবাগ থানার ফজর আলী বেলুন হাউসে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ ও দুজন আহত হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। 

দগ্ধ ও আহতরা হলো—রিয়াজুল (৫৫), শাওন (২৫), ফয়েজ (৩০), শামীম (৪৫) ও কালু (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, শাহবাগে একটি বেলুনের দোকানে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ ও দুজন আহত হয়ে হাসপাতালে জরুরি বিভাগে এসেছিল। এদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের শরীরের ১৬ শতাংশ ও ফয়েজের শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যদিকে শামীম ও কালু সামান্য আহত হওয়ায় চিকিৎসা শেষে তাদের ছেড়ে দিয়েছেন চিকিৎসক।

এর আগে, শনিবার রাত পৌনে ১০টার দিকে শাহবাগে ফজর আলী বেলুন হাউজে গ্যাসের বেলুন বিস্ফোরণে আনুমানিক ১০টি ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধ ও আহতদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৫৩ মিনিটের দিকে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال