বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে যত পাপ করেছে — শেখ হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত — আগামী ১০০ বছরেও তাদের বিচার চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়াম গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, সংস্কার আর বিচার শেষ না করে আপনি নির্বাচন দেবেন না, তাহলে আগামী ১০০ বছরও আপনার নিয়ত নাই বাংলাদেশে কোনো নির্বাচন হোক।
তিনি বলেন, আওয়ামী লীগ নেই, তাই বলে কি আমরা মনে করছি নির্বাচন সহজ হবে? নির্বাচন সহজ হবে না। কেন হবে না? তার কারণ আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, আগে ছিল দৃশ্যমান প্রতিপক্ষ, এখন প্রতিপক্ষ অদৃশ্য।
তিনি আরও বলেন, ভোট হলে দুইটা ভোট হয়তো পাবে না, কিন্তু বড় বড় কথা আর বড় বড় হ্যাডাম অনেকেরই তো আমরা দেখি, তাই না? আমরা আরও দেখি নির্বাচন পিছানোর ষড়যন্ত্র। আমরা আরও দেখি মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যারা করে, তারাই কিন্তু বিএনপির প্রতিপক্ষ। সুতরাং, এইবারের প্রতিপক্ষ ষড়যন্ত্রের প্রতিপক্ষ। এইবারের প্রতিপক্ষ বাংলাদেশবিরোধী প্রতিপক্ষ। খুব সাবধান আমার ভাইয়েরা — নির্বাচন সহজ হবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গত ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা মাটি ছাড়ে নাই, আগামীতেও এক চুল মাটি আমরা কেউ ছেড়ে দেব না।