বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক বিদ্যালয় থেকেই বাংলা ভাষা ছাড়াও আরও ৩টি বিদেশি ভাষার ওপর শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তারেক রহমান আরও বলেন, ‘শিক্ষার্থী বড় হয়ে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক, আমাদের যেটা পরিকল্পনা আছে যে, আমরা প্রাইমারি ও সেকেন্ডারি উভয় জায়গাতেই ভাষার ওপরে প্রথমে জোর দিব।’
মঙ্গলবার (২২ এপ্রিল) রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
বাংলা ও ইংরেজি ছাড়াও তৃতীয় আরও দুটি ভাষা শিক্ষার ওপরে জোর দিয়ে তারেক রহমান বলেন, ‘যেমন হতে পারে চাইনিজ বা মান্দারিন, জার্মান, ফ্রেঞ্চ, আরবিসহ ছয়-সাতটা ভাষা থাকবে। শিক্ষার্থীরা হয়তো প্রথমে প্রাইমারিতে প্রথম দুই-তিন বছরে জার্মান শিখলো, যখন ওটার কোর্স তার কমপ্লিট হবে, তারপরে সেকেন্ডারিতে গিয়ে সে হয়তো আরেকটা ভাষার ওপরে দক্ষতা বাড়ালো।’
তিনি বলেন, ‘একটা বাচ্চা যদি বড় হতে হতে বাংলাসহ বাইরের তিনটা, ন্যূনতম চারটা ভাষার ওপরে যদি তার দখল থাকে, আমরা বিশ্বাস করি যে, সে পৃথিবীর যেখানেই যাবে, মোটামুটি একটা কিছু করে নিতে পারবে। কারণ ভাষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি সে বিদেশে যায়।’
প্রাইমারি শিক্ষাব্যবস্থায় খুব বেশি গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘কেননা এটি হচ্ছে বুনিয়াদ।’ এছাড়া, প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বেতন হিসেবে তাঁদের যেটা দেওয়া, তা বর্তমান প্রেক্ষাপটে তাঁদের জন্য যথেষ্ট নয়। শিক্ষকদের সংসার চালানোর জন্য আমাদের যেটা লক্ষ্য, আমরা আমাদের বাজেটে বরাদ্দটা এখানে বাড়াবো। আমরা প্রথমেই চেষ্টা করব তাঁদেরকে সামাজিকভাবে অর্থনৈতিক সাপোর্টটা বাড়ানোর জন্য।’