" আইইডি বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর ৭ সদস্য নিহত, হামলার পেছনে ভারতের ‘র’? "

আইইডি বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর ৭ সদস্য নিহত, হামলার পেছনে ভারতের ‘র’?

 

বেলুচিস্তানের মাচ জেলার কাচ্ছি এলাকায় সন্ত্রাসীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর ৭ সদস্য শহীদ হয়েছেন বলে জানায় আইএসপিআর। শহীদদের মধ্যে রয়েছেন করাচি, করক, ওরাকজাই, লাক্কি মারওয়াত, বাঘ ও কোহাটের বাসিন্দারা।

আইএসপিআর জানায়, ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর মদদপুষ্ট বালোচ লিবারেশন আর্মি এই হামলা চালিয়েছে। ঘটনার পর এলাকাটি ঘিরে সন্ত্রাসীদের নির্মূলে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, “জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি ও অগ্রগতিতে বাধা সৃষ্টির অপচেষ্টা রুখে দেবে। শহীদদের এই ত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে।”

এই হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ আরও জোরালো হয়েছে, কারণ দিনকয়েক আগেই ভারতের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার দায়ও প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর চাপানো হয়। এর প্রেক্ষিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে।

গোয়েন্দা সূত্র বলছে, র-এর নয়া ষড়যন্ত্রে বালোচ লিবারেশন আর্মি, টিটিপি এবং কিছু আফগান জঙ্গিকে ব্যবহার করে কোয়েটা, গওয়াদার ও খুজদারে বড় ধরনের হামলার পরিকল্পনা চলছে।

সন্ত্রাস মোকাবেলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সূত্র: https://www.geo.tv/latest/603384-seven-pakistan-army-soldiers-martyred-in-ied-blast-in-balochistans-mach

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال