" সংস্কার সংস্কার করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে: দুলু "

সংস্কার সংস্কার করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে: দুলু

 


সংস্কার একটি চলমান প্রক্রিয়া, বিএনপি কখনো বলেনি আমরা সংস্কার চাইনা। ২০২৩ সালে রক্তচক্ষুে উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই আগামীর রাস্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছিলেন। যেখানে শ্রমিক, কৃষক, ছাত্রসহ সকলের কথা বলে হয়েছে। কিন্তু এখন একটি পক্ষ সংস্কার সংস্কার করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে আয়োজন বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য এমন মন্তব্য করেন তিনি। দুলু বলেন, আমরা মনে করি রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা। আগামীতে জনগণের ম্যান্ডেড নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে দুলু আরো বলেন, যারা ষড়যন্ত্র করছে তারা এখনো খেলোয়াড় তৈরি করতে পারেনি। রেফারি মাঠে রয়েছে খেলা শুরু হবে। কবে খেলোয়াড় আসবে, কবে জার্সি পড়বে, কবে রিয়াসেল দিবে তারপর আমাদের সাথে খেলবে। এটি হয়না। তাই দ্রুত খেলার তারিখ ঘোষণা করা হোক। দুলু বলেন, যারা পারদর্শী তাদেরকে জনগণ বিচার করবে। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও আহবান জানান দুলু।

এরআগে মহান মে দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠনগুলো বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال