" শেখর ধাওয়ানকে চা খাওয়াবেন আফ্রিদি! ধাওয়ানকে খোঁচা দিয়ে আলোচনায় শহীদ আফ্রিদি "

শেখর ধাওয়ানকে চা খাওয়াবেন আফ্রিদি! ধাওয়ানকে খোঁচা দিয়ে আলোচনায় শহীদ আফ্রিদি

 

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিল এক ভিন্নধর্মী উত্তেজনা। মুখোমুখি হয়েছেন দুই প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদি ও শিখর ধাওয়ান। 

ঘটনার সূত্রপাত কাশ্মীরে এক সাম্প্রতিক হামলার পর। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শহীদ আফ্রিদি বলেন, "ভারতে যদি একটি পতাকাও ফাটে, তাও দোষ পড়ে পাকিস্তানের উপর! তোমাদের কাশ্মীরে আত্মসেনা আছে, তারপরও এমনটা ঘটলো? এর মানে তোমরা অযোগ্য—তোমাদের জনগণকে নিরাপত্তা দিতে পারলে না!"

এই মন্তব্যের পরপরই, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আফ্রিদির বক্তব্যের কড়া জবাব দেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। তিনি লেখেন, "কারগিলেও হারিয়েছিলে। এখন এত নিচে নেমেছো, আর কত নামবে? অহেতুক মন্তব্য না করে নিজেদের দেশের উন্নয়নে মনোযোগ দাও। নিজেদের সেনাবাহিনীর ওপর আমাদের গর্ব রয়েছে।"

তবে আফ্রিদিও থেমে থাকেননি। জবাবে তিনিও এক্সে লেখেন, "হার-জিতের কথা বাদ দাও শিখর, এসো, তোমাকে চা খাওয়াই!" পোস্টের নিচে নিজের চা খাওয়ার একটি ছবিও জুড়ে দেন তিনি। সঙ্গে হ্যাশট্যাগ দেন #FantasticTea।

এই মন্তব্যকে অনেকেই ২০১৯ সালের একটি ঘটনার সঙ্গে তুলনা করছেন, যেখানে ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানে আটক হওয়ার পর তাকে চা খাইয়ে সমাদর করা হয়েছিল। অনেকের মতে, শহীদ আফ্রিদি সেই ঘটনার প্রসঙ্গ টেনেই শিখর ধাওয়ানকে খোঁচা দিয়েছেন।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال