ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে প্রকাশ্যে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার সকালে কাতলাগাড়ী-লাঙ্গলবাধ সড়কের পাশে কাতলাগাড়ী বালিকা বিদ্যালয়ের নিচে সেচ খালের পাড়ে থাকা একটি মেহগনি গাছ কেটে নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, সারুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, তার ভাই পল্টু ও চাচা নাগরিক কমিটির সভাপতি আব্দুল মজিদ মাস্টার এ ঘটনায় জড়িত।
পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কার্যসহকারী রশীদ হোসেন জানান, "যদি গাছটি ব্যক্তিমালিকানাধীন জমিতে হয়ে থাকে, তাহলে কাটতে বাধা নেই। তবে সরকারি জায়গার গাছ কাটার অনুমতি কারও নেই। বিষয়টি আমি অফিসকে জানাবো, তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
কাতলাগাড়ী বাজারের এক ব্যবসায়ী বলেন, "দিনদুপুরে সরকারি গাছ কাটা হলেও প্রশাসনের কোনো উদ্যোগ ছিল না। বাবলু এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন। পুলিশ উপস্থিত থাকলেও গাছ কাটা বন্ধ হয়নি।"
অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম বাবলু বলেন, “গাছটি আমরা নিজেরা রোপণ করেছি এবং পানি উন্নয়ন বোর্ডের অনুমতিতেই কেটেছি।”
তবে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কাজী মহসীন উদ্দিন বিষয়টি নাকচ করে বলেন, "সরকারি জমির গাছ কাটার কোনো অনুমতি আমরা দেইনি। তারা যদি গাছ কেটে থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"