কুয়েতের কারাবন্দি আইনপ্রণেতা ওয়ালিদ আল তাবতাইয়ের কারাবাসের মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি করেছেন দেশটির সাংবিধানিক আদালত। সোমবার এই রায় দিয়েছেন আদালত।
৬১ বছর বয়সী ইসলামপন্থি এমপি তাবতাই ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যম কুয়েতের আমিরের সাংবিধানিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। পাশাপাশি কুয়েতের সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার বাড়ানোর পক্ষেও মত দিয়েছিলেন তিনি।
২০২৪ সালের মে মাসে কুয়েতের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির আমির মেশাল আল আহমাদ। তার এই ঘোষণার কয়েক দিন পরেই এই পোস্ট দেন তাবতাই এবং গ্রেপ্তার হন। পরে জুনে তাকে ৪ বছর কারাবাসের সাজা দেয় কুয়েতের ফৌজদারি আদালত।
ফৌজদারি আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন তাবতাইয়ের আইনজীবীরা। গত সেপ্টেম্বরে সেই আপিলের রায়ে উচ্চ আদালত তার সাজা দুই বছর কমিয়ে দিয়েছিলেন।
উচ্চ আদলতের রায়ের বিরুদ্ধে সাংবিধানিক আদালতে পাল্টা আপিল করে রাষ্ট্রপক্ষ। সোমবার সেই আপিলের রায় ঘোষণা করলেন আদালত।
কারাবন্দি তাবতাই অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এক্সে পোস্ট করা বার্তা তার রাজনৈতিক প্রতিপক্ষদের কারসাজি। তবে তদন্তে তার এই দাবির সত্যতা মেলেনি।
সূত্র : গালফ নিউজ
Tags
আন্তর্জাতিক