" এবার ইসরাইলে হামাস- হুথির দ্বিমুখী হামলা "

এবার ইসরাইলে হামাস- হুথির দ্বিমুখী হামলা


যখন গাজার দক্ষিণাঞ্চলে ঘিরে ফেলেছে ইসরাইলিরা, তখন ইসরাইলি ভুখন্ড লক্ষ্য করে ছোঁড়া হয় গুলি। হামাসের গুলিতে গুরুতর আহত হন এক আইডিএফ কর্মকর্তা।

শুক্রবার ইসরাইলের সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী। তবে ইসরাইলের দাবি হামাসের গুলিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেল আবিবের। আহত সেই কর্মকতাও সামান্যই আঘাত পেয়েছেন।

অন্যদিকে ইসরাইলের পাল্টা গুলিতে তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন সংগঠনটির দুই সদস্য। কিছুক্ষণ পর একই সেলের আরো এক সদস্যকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করছে আইডিএফ।

সেইদিনই বিকেলেই ইসরাইলের পূর্ব দিক থেকে তেল আবিবে একটি ড্রোন শনাক্ত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেটিকে ভূপাতিত করা হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।

হামলার পরপরই এর দায় স্বীকার করে নেয় ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। জানায়, তেল আবিবের কাছে সামরিক লক্ষবস্তুতে আঘাত হানতে এই হামলা চালানো হয়। হামলায় ব্যবহার করা হয় দুটি ড্রোন। ইসরাইল জানিয়েছে, একটি ড্রোন তারা আকাশেই ভূপাতিত করে। আর দ্বিতীয়টি ইসরাইলি সীমানায় পৌঁছাতে পারেনি।

সূত্র: https://shorter.me/IPf-K
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال