" ফিলিস্তিনের যুদ্ধাহত শিশুর ছবি পেল বিশ্বসেরার খেতাব "

ফিলিস্তিনের যুদ্ধাহত শিশুর ছবি পেল বিশ্বসেরার খেতাব




 ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার ২০২৫’ নির্বাচিত হয়েছে বর্বর ইসরাইলের চরম নির্মমতার শিকার গাজার দুই হাত হারানো যুদ্ধাহত এক শিশুর হৃদয়বিদারক ছবি। 


বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এই ছবিটি তুলেছেন ফিলিস্তিনি ফটোসাংবাদিক সামার আবু এলফ। ছবিটি নয় বছর বয়সি মাহমুদ আজজুরের। সে ২০২৪ সালের মার্চে গাজা সিটিতে ইসরাইলের বিমান হামলায় দুই হাত হারিয়েছে। 


ইসরাইলের গণহত্যা শুরুর পর ২০২৩ সালের শেষ দিকে গাজা ছেড়ে আসেন সামার। বর্তমানে তিনি কাতারের দোহার মাহমুদের সঙ্গে একই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বাস করছেন। চিকিৎসার জন্য গাজা থেকে বেরিয়ে আসা আহত ফিলিস্তিনিদের জীবনযাপন নিয়মিত চিত্রবন্দি করছেন এই নারী আলোকচিত্রী।


 

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال