" জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট "

জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট



নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, এই উদ্যোগটি এমন একটি পরিকল্পনার অংশ, যার মাধ্যমে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় ৫০% কমানো হবে।

এতে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম, পররাষ্ট্র দপ্তরের সকল শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় হ্রাস এবং মানবিক সহায়তা ও বিশ্ব স্বাস্থ্য কর্মসূচির তহবিল ৫০% এরও বেশি বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পরিকল্পনার সঙ্গে একমত কি না, তা স্পষ্ট নয়।

সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবটি নিশ্চিত করা হয়েছে, তবে অনুমোদনের জন্য কংগ্রেসে জমা দেওয়ার আগে এটিকে একাধিক দফা পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে।

তবে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বাজেট রূপরেখাকে ব্যয়-কমানোর লক্ষ্যে 'আক্রমণাত্মক' বলে অভিহিত করেছেন বলে জানা গেছে।

ন্যাটোর তহবিল হ্রাসের পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সামরিক ব্লকের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ন্যাটোকে 'যুদ্ধ চালানোর হাতিয়ার' হিসেবে দেখে না, বরং একটি 'প্রতিরোধক' হিসেবে দেখে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই, দেশগুলো আসলে ন্যাটোর লক্ষ্য পূরণ করতে পারে, যা একটি প্রতিরোধক। এটি যুদ্ধে সাহায্য করার জন্য বা তাদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য নয়। ন্যাটো এমন কিছু সত্তার সমষ্টি হওয়ার জন্য তৈরি হয়েছিল, যারা খারাপ কাজ করা থেকে বিরত রাখবে।

ট্রাম্প প্রশাসন বারবার ন্যাটো সদস্য দেশগুলোকে জোটের জন্য প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দিয়েছে। যুক্তি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র 'এই বোঝার একটি অসামঞ্জস্যপূর্ণ অংশ বহন করছে'।

গত সোমবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের 'স্থায়ী নিরাপত্তার আওতাভুক্ত' থাকতে পারে না। তিনি যুক্তি দেন, বর্তমান পরিস্থিতি আমেরিকা বা ইউরোপীয় দেশগুলোর কোনোটিরই উপকারে আসবে না।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال