" নতুন রাজনৈতিক দল ‘ভাসানী জনশক্তি পার্টি’র আত্মপ্রকাশ "

নতুন রাজনৈতিক দল ‘ভাসানী জনশক্তি পার্টি’র আত্মপ্রকাশ



ভাসানী অনুসারী পরিষদ থেকে আত্মপ্রকাশ করেছে নতুন একটি রাজনৈতিক দল-ভাসানী জনশক্তি পার্টি।

রোববার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ভাসানী অনুসারী পরিষদের জাতীয় প্রতিনিধি সম্মেলনে এ দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

দুই পর্বের এই সম্মেলনের প্রথম পর্বে দলের আত্মপ্রকাশ, গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সম্মেলনে ভাসানী জনশক্তি পার্টির ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত হয়। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ রফিকুল ইসলাম বাবুল এবং মহাসচিব হিসেবে আবু ইউসুফ সেলিম।

এছাড়া দলটির ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে একজন চেয়ারম্যান, ২১ জন প্রেসিডিয়াম সদস্য, ১০ জন ভাইস চেয়ারম্যান, একজন মহাসচিব, পাঁচজন যুগ্ম মহাসচিব, আটজন সাংগঠনিক সম্পাদক, আটজন সহ-সাংগঠনিক সম্পাদক ছাড়াও রয়েছে বিভিন্ন সম্পাদকীয়, সহসম্পাদকীয় ও সদস্য পদ রয়েছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال