" দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে "

দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে

 

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রমনা বটমূলে আয়োজিত ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, তিনি এ উৎসবে যোগ দিয়ে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিজেকে একাত্ম করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, “রমনা বটমূলে বাংলা নববর্ষের উৎসবে অংশ নিচ্ছি। শুভ নববর্ষ।”


রমনা বটমূলে ছায়ানটের আয়োজন ঘিরে প্রতি বছরই নববর্ষের প্রথম প্রহরে হাজারো মানুষের মিলনমেলা ঘটে। সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রমনার সবুজ প্রান্তরে ছুটে আসেন নতুন সূর্যকে স্বাগত জানাতে। পান্তা-ইলিশ, বৈশাখী পোশাক, মুখে সাদা-লাল রঙের আলপনা, আর সংগীতের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রমনা উদ্যান।

ছায়ানটের এই আয়োজন শুধু বিনোদন নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতিরোধ ও জাতিসত্তার প্রকাশ হিসেবে বহু বছর ধরে গণমানুষের মন জয় করে আসছে। নববর্ষের এই শান্তিপূর্ণ, বর্ণিল ও ঐতিহ্যবাহী মিলনমেলা সময়ের ব্যবধানে পরিণত হয়েছে একটি জাতীয় ঐক্যের প্রতীকে।

 

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال