" শ্রমিক দিবসে ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি "

শ্রমিক দিবসে ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় বড় আকারের সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে হবে এ সমাবেশ। তবে এটি শুধু শ্রমিক সমাবেশ নয়, এই উপলক্ষকে কেন্দ্র করে রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে দলটি।


দলীয় সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (১ মে) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এ সমাবেশ। শুরু হবে বেলা ২টায়। প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। থাকবেন দলের সিনিয়র নেতারাও।


বিএনপি বলছে, সমাবেশ ঘিরে রাজধানীসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসবেন। গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের যোগদানের প্রস্তুতি চলছে। গাজীপুর জেলা ও মহানগর থেকে ২০ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।


শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, স্বৈরাচার পতনের পর এবারই প্রথম আমরা নির্ভয়ে মে দিবস পালন করতে যাচ্ছি। খেটে খাওয়া মানুষদের নিয়ে আমাদের এ আয়োজন। নেতাকর্মীরা খুবই উদ্দীপ্ত।


সম্প্রতি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানেই শ্রমিক সমাবেশের ঘোষণা দেওয়া হয়।


নজরুল ইসলাম খান বলেন, ৮ ঘণ্টা কাজের অধিকার ও ন্যূনতম মজুরি এখনো নিশ্চিত হয়নি। শ্রমজীবী মানুষ শান্তিতে নেই। এই বাস্তবতায় আমরা বড় পরিসরে মে দিবস পালন করছি। এটি হবে একটি শান্তিপূর্ণ, কিন্তু শক্তিশালী বার্তার সমাবেশ।


বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে চাপ তৈরির অংশ হিসেবেই দেখা হচ্ছে এ সমাবেশকে। দিনটি সরকারি ছুটি হওয়ায় মানুষের ভোগান্তিও হবে কম বলে মনে করছে দলটি।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال