গাজায় ২৩ মার্চ ভুলবশত ১৫ স্বাস্থ্যকর্মীর ওপর গুলি চালানো হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল। এ বিষয়ে আইডিএফ বলছে, তাদের সেনারা হেডলাইট বা জরুরি সংকেত ছাড়া চলাচল করা সন্দেহজনক যানবাহনের ওপর গুলি চালিয়েছিল। খবর রয়টার্সের।
তবে সেদিনে ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বেশকিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যেখানে দেখা গেছে, ইসরায়েলি সেনারা তাদের ওপর গুলি চালানোর সময় অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িতে লাল বাতি দৃশ্যমান ছিল।
২৩ মার্চ রাফার উত্তরে ভিডিওটি ধারণ করা বলেও জানানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় আইডিএফ জানিয়েছে, ঘটনা সম্পর্কে প্রচারিত নথিপত্রসহ সব দাবি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। যাতে ঘটনার ধারবাহিকতা ও পরিস্থিতি বোঝা যায়। ঘটনার রাতে ১৫ স্বাস্থ্যকর্মীকে হত্যার পর ধুলোর নিচে তাদের কবর দেয়া হয়।
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত অন্তত ১৬২ জন। ১৮ মার্চ থেকে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে ১ হাজার ৩০০। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার ৬০০।
শনিবার এসব তথ্য দিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিন ১০০ শিশু হতাহত হচ্ছে। গাজা থেকে বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। নতুন করে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৩ লাখ। পানি সরবরাহ বন্ধ থাকায় উত্তর গাজায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে।
এদিকে, জীবিত জিম্মিদের মধ্যে অর্ধেকেরই ইসরায়েলের সাম্প্রতিক অবরুদ্ধ এলাকায় রয়েছে বলে জানিয়েছে হামাস। তাদের জীবন ঝুঁকিতে থাকলেও কড়া নিরাপত্তায় রাখা হয়েছে বলে জানায় গোষ্ঠীটি।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা।