" রাজশাহীর চারঘাটে পিস্তল-গুলিসহ আওয়ামী লীগের ৩ জন আটক "

রাজশাহীর চারঘাটে পিস্তল-গুলিসহ আওয়ামী লীগের ৩ জন আটক

 

রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তল ও গুলিসহ আওয়ামী লীগের ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, মেহেদী হাসান মুন্না (২৮), হৃদয় আহম্মেদ (২৬) ও মুমুনুর রশিদ (৩৫)। রবিবার দিবাগত রাতে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।

পুলিশ জানায়, রবিবার গভীর রাতে রায়পুর মহাজনপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান পরিচালনার সময় তার শয়ন কক্ষে ৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় কথাবার্তায় সন্দেহ হয়। পরে ওই ঘর থেকে তিনজনকে আটক করা হয়। আটক মেহেদী হাসান মুন্নার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ও ১ টি ম্যাগাজিন জব্দ করা হয়। এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতরা আওয়ামী লীগের সমর্থক। তাদের বাড়ি উপজেলার রায়পুর এলাকায়।

জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, আটককৃতরা কোন সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য কিনা সেই রহস্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতের প্রেরণ করা হয়েছে।

 

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال