" পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথায় হাতুড়ির বাড়ি দিয়ে হত্যা করলেন স্বামী "

পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথায় হাতুড়ির বাড়ি দিয়ে হত্যা করলেন স্বামী

 

স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন—এমন সন্দেহে বিক্ষুব্ধ এক স্বামী তাঁর স্ত্রীর মাথায় হাতুড়ির আঘাত করে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের নয়ডায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার নয়ডার ১৫ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীর নাম নুরুল্লাহ হায়দার। তিনি তাঁর স্ত্রী স্ত্রী আসমা খানের মাথায় হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করে হত্যা করেছেন।

৫৫ বছর বয়সী নুরুল্লাহ ও ৪২ বছর বয়সী আসমা ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আসমা একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। এর আগে তিনি দিল্লিতে বসবাস করতেন এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নুরুল্লাহও সেখান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বেকার ছিলেন।

এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী। আর মেয়ের বয়স ৮ বছর। 

ডেপুটি পুলিশ কমিশনার রামবাদান সিং বলেন, ‘এই দম্পতির ছেলে শুরুতে জরুরি নম্বর ১১২ তে ফোন করে। এরপরই পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে যায়।’

এ ঘটনায় অভিযুক্ত নুরুল্লাহ হায়দারকে আটক করা হয়েছে নিহত নারীর মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ডেপুটি পুলিশ কমিশনার রামবাদান সিং। তিনি বলেন, প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রী পরকীয় করছে এমন সন্দেহ করতেন হায়দার।  

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال