" মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, গ্রেপ্তার ২ "

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, গ্রেপ্তার ২

 

শরীয়তপুরের নড়িয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে এলোপাতাড়ি মারধর করে আহত করেছে উত্ত্যক্তকারীরা। এ ঘটনায় অভিযুক্ত সিয়াম ও জুয়েল নামে দুইজনকে গ্রেপ্তার করে এক বছরের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ এপ্রিল) নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম তাদের এই কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—নড়িয়া উপজেলার আকসা এলাকার আবু বক্কর মেলকারের ছেলে সিয়াম মেলকার (২২) ও কালু ঢালীর ছেলে জুয়েল ঢালী (২৫)।

থানায় দায়েরকৃত অভিযোগ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভুক্তভোগী তার বান্ধবীদের সঙ্গে মাকে নিয়ে চলমান এসএসসি পরীক্ষার উদ্দেশে আকশা এলাকা থেকে পরীক্ষাকেন্দ্রের  দিকে যাচ্ছিল। ফতেজঙ্গপুর এলাকায় পৌঁছালে বখাটে সিয়াম ও জুয়েল তাদের অটোগাড়ি থামাতে বললে গাড়ির চালক গাড়ি না থামালে তারা গাড়িতে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরবর্তীতে ভুক্তভোগী মেয়ের বাবা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বোঝানোর চেষ্টা করলে বখাটেরা দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরবর্তীতে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন ভোজেশ্বর পুলিশ ফাড়ির আইসি শিকদার হারুন অর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে শুক্রবার পুলিশ অভিযুক্ত সিয়াম (২২) ও জুয়েলকে (২৫) আটক করে। এরপর সিয়াম ও জুয়েলকে এক বছর কারাদণ্ড প্রদান করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ঘটনা শোনামাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে উল্লিখিত আসামিদের আটক করার পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال