আগামী সরকারের জন্য উল্লেখযোগ্য রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন।অন্তর্বর্তী সরকারের আর্থিক সফলতা ও রিজার্ভ সংরক্ষণের বিষয়ে এ কথা বলেন তিনি।
শনিবার সকালে চট্টগ্রামের এলজিডি ভবন মিলনায়তনে বাল্যবিবাহ নিরোধকল্পে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে বিবাহ রেজিস্ট্রারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ।
ডক্টর আফম খালিদ হোসেন বলেন, "আগামী দিনে যে সরকার আসবে, তার জন্য আমরা রিজার্ভ রেখে যাচ্ছি। একটা স্টেবল সাস্টেনেবল ইকোনমি আমরা রেখে যাচ্ছি।" তিনি আরও জানান, গত আট মাসে রিজার্ভে হাত না দিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে এবং সরকারের উদ্যোগে রেমিটেন্স প্রবাহ বেড়েছে।
তিনি বলেন, "আমরা আট মাস দায়িত্ব নিয়েছি, আট মাস হল। আমরা রিজার্ভে হাত দিই নাই। রেমিটেন্স বাড়ছে। মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং রেমিটেন্স বাড়ছে, আমরা রিজার্ভের উপর হাত দিই নাই। আমাদের যত লেনদেন হয়, আন্তর্জাতিক লেনদেন কোটি কোটি টাকার লেনদেন হয়, এগুলো আমরা মার্কেট থেকে সামাল দিই।"
এদিকে, আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বাল্যবিবাহ নিরোধ, স্থায়ী ঠিকানায় কাজের মাধ্যমে বিবাহ তালাক নিবন্ধন আইন প্রণয়ন এবং বিবাহ নিবন্ধন ফি তিন ভাগে ভাগ করার সুপারিশের বিষয়ে আলোচনা করেন।
সূত্র:https://shorter.me/fjinx