ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ তামীম ও শহীদ সিফাতের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনি মিরপুরে শহীদ তামীম ও শহীদ সিফাতের বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় জামায়াত আমির শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসাসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
Tags
রাজনীতি