" ফ্যাসিস্টদের শক্ত হাতে নির্মুল করা হবে : তমিজ উদ্দিন "

ফ্যাসিস্টদের শক্ত হাতে নির্মুল করা হবে : তমিজ উদ্দিন

 

ফ্যাসিস্ট সরকারের এজেন্টরা কলেজের কোনো ক্ষতি করতে চাইলে তা শক্ত হাতে নির্মুল করা হবে। ধামরাই সরকারি কলেজ হবে মাদক ও সন্ত্রাসমুক্ত। ছাত্রদলের প্রতিটি সদস্য এই ক্যাম্পাসের সুনাম বৃদ্ধি করতে কাজ করবে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসবে এমন মন্তব্য করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।

তিনি আরো বলেন, বাঙালির ঐতিহ্যকে সবার মধ্যে ছড়িয়ে দিতে ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব অত্যন্ত সুন্দরভাবে পালিত হচ্ছে। এ উৎসব আমাদের বাঙালি ঐতিহ্যকে প্রকাশ করে।

পিঠা উৎসব অনুষ্ঠানটি উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।

এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছে ছাত্রদল। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দখলকারী, সন্ত্রাস, চাঁদাবাজ ফ্যাসিস্টদের জায়গা নেই। আমরা জনগণের জন্য কাজ করব।

পিঠা উৎসবে শিক্ষার্থীরা বাহারি রকম পিঠা নিয়ে স্টলে সাজিয়ে বিক্রি করেন। এ সময় দুর দুরান্ত থেকে পিঠা প্রেমিরা স্টলে আসেন তাদের পছন্দ মতো পিঠা খাওয়ার জন্য। বাংলার ঐতিহ্যকে সবার মধ্যে ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ্য অধ্যাপক ড. মো. সেলিম মিয়া, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال