" সকলে হিংসা বিভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে পারি: মির্জা ফখরুল "

সকলে হিংসা বিভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে পারি: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এই ত্যাগটাকে যদি আমরা সত্যিকার পক্ষে কাজে লাগাতে চাই, এই আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন তৈরি করতে পারি।

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢালী আমবার নিবাস রিসোর্টে ঢাকা কলেজ রিইউনিয়ন অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সকলে হিংসা বিভেদ ভুলে যেন নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক দুর এগিয়েছি আমরা, আরো অনেক দূর এগোতে হবে। আমার বিশ্বাস ঢাকা কলেজ অনেক সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, মেধার ক্ষেত্রে ঢাকা কলেজ নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।


ঢাকা কলেজের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকা কলেজ প্রাক্তন ছাত্র, অনুষ্ঠানের আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু'র সভাপতিত্বে এত আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ প্রাক্তন ছাত্র সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাকের গভর্নর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, গণসংহতি আন্দোলন চেয়ারম্যান জুনায়েদ সাকিসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال