" বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানো দুই অস্ত্রধারী গ্রেফতার "

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানো দুই অস্ত্রধারী গ্রেফতার

Random Manga


চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে ঋভু মজুমদার (২৭) ও মো. জামাল (৪০) নামের এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গত বছরের ৪ আগস্ট নগরীর বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল জামাল ও ঋভু। সিসি ক্যামেরার ফুটেজে তাদের গুলিবর্ষণের দৃশ্য ধরা পড়ে। সেই ফুটেজ থেকে তাদের শনাক্ত করা হয়।

এর আগে ২২ নভেম্বর চান্দগাঁও থানা পুলিশ সাতক্ষীরা থেকে তৌহিদুল ইসলাম ফরিদ নামে আরেকজনকে গ্রেফতার করেছিল। তৌহিদ জানিয়েছিলেন, পাঁচ হাজার টাকার বিনিময়ে তিনি ২৮ রাউন্ড গুলি চালিয়েছিলেন। পরে আদালতে দেওয়া তার জবানবন্দিতে ঋভু ও জামালের নাম উঠে আসে।

ওসি আফতাব আহমেদ বলেন, তৌহিদ, ঋভু ও জামাল তিনজনই চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী। হামলার দিন তৌহিদের হাতে পাকিস্তানি শ্যূটারগান এবং বাকিদের হাতে বিদেশি পিস্তল ছিল। তাদের কাছে থাকা অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া, ঋভু ও জামাল আরও ১৫-১৬ জনের নাম বলেছে, যারা হামলায় জড়িত ছিল। তাদের গ্রেফতারের অভিযান চলছে।

Ads

Previous Post Next Post

نموذج الاتصال