" আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন "

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন

Random Manga


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন ছাত্র আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদের পরিবার। এ সময় সাঈদের বাবাকে উদ্দেশ্য ড. ইউনূস বলেন, আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।


তিনি বলেন, আমি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করি। কারণ জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদের সাহস এবং ত্যাগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।


এ সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শহিদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন

Ads

Previous Post Next Post

نموذج الاتصال