" জেলের জালে ‘দানব আকৃতির’ কাছিম "

জেলের জালে ‘দানব আকৃতির’ কাছিম

Random Manga


পটুয়াখালীর গলাচিপায় জেলের জালে ‘দানব আকৃতির’ একটি কাছিম ধরা পড়েছে। রোববার (২৪ নভেম্বর) ভোরে পক্ষিয়া বন সংলগ্ন আগুনমুখা নদীতে মো . সাইফুল ইসলাম (৩২) নামে এক জেলের জালে কাছিমটি ধরা পড়ে। এর ওজন প্রায় ৫০ কেজি বলে জানা গেছে।


মো. সাইফুল ইসলাম গলাচিপা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবাদুল হাওলাদের ছেলে। তিনি জানান, ‘ইলিশ মাছ ধরার জন্য শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে তিনটায় জাল ফেলি। ভোরে সেই জালে কাছিমটি ধরা পড়ে। এটি জাল থেকে তোলার সময় আমার প্রায় অর্ধলাখ টাকার জাল ছিঁড়ে যায়। পরে লোন্দা স্লুইজ গেটে আনা হলে স্থানীয়রা এক নজর দেখতে ভিড় জমায়।’


অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী ও প্রাণী কল্যাণ পরিবেশবাদী সংগঠনের গলাচিপা উপজেলার টিম লিডার মো. সোহেল হোসেন রাসেল বলেন, কাছিমটির নাম জলপাইরাঙা, যা বাংলাদেশে পান্না কাসিম নামে পরিচিত ।


স্থানীয় জেলে মো. ফারুক মিয়া ও ওয়াসিম মৃধা বলেন, ‘এ ধরনের কাছিম আর কোনো দিন জেলেদের জালে ধরা পড়েনি।’
পক্ষিয়া বন বিভাগের বিট অফিসার মো. জামাল হোসেন বলেন, ‘আমার ২৪ বছরের চাকরি জীবনে এত বড় সামুদ্রিক কাছিম দেখিনি। তবে এই জলপাইরাঙ্গা কাছিম বা পান্না কাছিমটির বয়স ১৫০ থেকে ২০০ বছর হবে। এর ওজন প্রায় ৫০ কেজি।’


গলাচিপা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ‘জেলের জালে ধরা পড়া কাছিমটি পানপট্টি এলাকাসংলগ্ন আগুনমুখা নদীতে ট্রলার যোগে নদীর মাঝে বিকেল ৫টায় অবমুক্ত করা হয়েছে।’

Ads

Previous Post Next Post

نموذج الاتصال