" ডিবির গাড়িতেই বাসায় পৌঁছে দেওয়া হয় মুন্নী সাহাকে "

ডিবির গাড়িতেই বাসায় পৌঁছে দেওয়া হয় মুন্নী সাহাকে

Random Manga


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাংবাদিক মুন্নী সাহাকে শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাইক্রোবাসে তার বাসায় পৌঁছে দেয়। এর আগে, রাত সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর কারওয়ান বাজারে জনতার ক্ষোভের মুখে পড়েন। পরে তাকে পুলিশ তেজগাঁও থানায় নিয়ে যায়।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, মুন্নী সাহা জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয়রা তাকে ঘিরে ধরে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় নিরাপত্তার স্বার্থে। ডিবি সূত্র জানায়, নানা কারণে জামিনের শর্তে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বর্তমানে মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। ৫ আগস্টের পর হত্যাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

Ads

Previous Post Next Post

نموذج الاتصال