" যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার "

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার


রাজধানীর বনানী থেকে যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ নভ্ম্বের) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।


আজ রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা আরও একজনকে আটক করা হয়।


জানা গেছে, শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির দুজন প্রেসেডিয়াম সদস্য, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, দুজন সাংগঠনিক সম্পাদক, একজন সম্পাদক, একজন উপসম্পাদক, একজন সহসম্পাদক ও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, শামীম আল সাইফুল সোহাগ দ্বাদশ সংসদীয় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নির্বাচনে নৌকার টিকিট না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করেন।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال