এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিসের বগুড়া সফরের সময় সৃষ্ট হট্টগোল নিয়ে বক্তব্য দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি দাবি করেন, এই ঘটনা দলীয় কোন্দল নয় বরং একটি বিচ্ছিন্ন প্রতিক্রিয়া।
আদীব জানান,"বগুড়া তো ঐতিহাসিকভাবে জাতীয়তাবাদী শক্তির একটি বড় ঘাঁটি। সেখানে আমাদের পূর্বের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন, যাকে কিছুদিন আগে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানের সমস্যাটা এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়। হয়তো মনস্তাত্ত্বিক দূরত্ব অথবা স্থানীয় অবস্থানগত কারণে এই প্রতিক্রিয়া এসেছে। তবে এটি অনুমান মাত্র।"
"এখনো পর্যন্ত বগুড়ায় দায়িত্বরত কেন্দ্রীয় নেতারা বিশেষ করে সাকিব মাহাদী ভাই, রিয়াজ ভাইসহ যারা মাঠপর্যায়ে কাজ করছেন,তাদের সঙ্গে আলোচনা করে দলীয়ভাবে একটি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে," বলেন আদীব।
আদীব ঘটনাটি প্রসঙ্গে আরও বলেন,"বগুড়ার বাইরে আরও কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এগুলোকে দলীয় অন্তর্কোন্দল বলা ঠিক নয়।"
তিনি বলেন," বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটি গঠনের সময় সেখানে কোনো রাজনৈতিক দলের এলাইনমেন্টের ভিত্তিতে কমিটি করা হয়নি। জেলা পর্যায়ের অনেক নেতাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন-ছাত্রদল, শিবির, বামপন্থী, ছাত্র অধিকার পরিষদ এমনকি নিরপেক্ষরাও ছিলেন," তিনি বলেন।
তার ভাষায়,"ফলশ্রুতিতে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে সকল রাজনৈতিক চিন্তার মানুষ একসঙ্গে কাজ করেছেন। কিন্তু যখন আমরা আলাদা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করি, তখনই কিছু সমস্যার উদ্ভব হয়।"
"আমরা বিশ্বাস করি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন একটি সর্বজনীন প্ল্যাটফর্ম। সেখানে সবাই কাজ করতে পারেন। তবে যারা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করতে চান, তারা আমাদের মতো আলাদা দল গঠন করেছেন," বলেন আদীব।