" কি জিনিস বানালো ইরান, চমকে দিলো বিশ্বকে "

কি জিনিস বানালো ইরান, চমকে দিলো বিশ্বকে

নতুন করে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান রবিবার (৫ মে) নতুন একটি কঠিন জ্বালানিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১,২০০ কিলোমিটার (৭৪৫ মাইল), যা ইরানের সর্বশেষ প্রতিরক্ষা অগ্রগতি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

প্রতিবেদনে বলা হয়, “কাসেম বাসির নামের এই কঠিন জ্বালানিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা কমপক্ষে ১,২০০ কিলোমিটার এবং এটি ইরানের সর্বশেষ প্রতিরক্ষা অর্জন।”

পশ্চিমা দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা অভিযোগ করছে, এই কার্যক্রম মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে।

ইসরায়েল বিরোধী বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর সমর্থনে গঠিত তথাকথিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ নেটওয়ার্ককে সমর্থন দেয় ইরান। এই নেটওয়ার্কের মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো অন্তর্ভুক্ত।

গত বছর অক্টোবরে ইরান ও তাদের প্রধান শত্রু ইসরায়েলের মধ্যে প্রথমবারের মতো সরাসরি সামরিক হামলা হয়। ইরান সমর্থিত এক শীর্ষ কমান্ডার এবং মিলিশিয়া নেতাদের হত্যার প্রতিশোধে ইরান ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার জবাবে ইসরায়েল ইরানে সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়।

রবিবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর একটি সাক্ষাৎকার প্রচারের সময় নতুন ক্ষেপণাস্ত্রটির ফুটেজ দেখানো হয়।

নাসিরজাদেহ বলেন, “আমাদের ওপর যদি আক্রমণ হয় বা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, আমরা জোরালোভাবে জবাব দেব এবং তাদের স্বার্থ ও ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাব।”

তিনি আরও বলেন, “আমাদের আশপাশের কোনো দেশের প্রতি কোনো বিদ্বেষ নেই, তবে মার্কিন ঘাঁটিগুলো আমাদের লক্ষ্য।”

এই নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘটনা এমন এক সময় ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্র ওমানের মধ্যস্থতায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত এপ্রিল মাসের ১২ তারিখ থেকে পরপর তিনটি শনিবার উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এটিই ছিল সবচেয়ে উচ্চপর্যায়ের সংলাপ।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানান। তিনি বলেন, “বিশ্বে যেসব দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাদেরই পারমাণবিক অস্ত্র আছে।”

অন্যদিকে ২৭ এপ্রিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে।”

তবে তেহরান বারবার বলে আসছে, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তাদের সব পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনায় রাজি নয় বলেও জানিয়ে দিয়েছে।

 

সূত্র: https://www.newarab.com/news/iran-unveils-new-ballistic-missile-1200-km-range

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال