" মৃত্যুকূপে রক্তের নহর বইছেই, গাজায় নিহত ৪০০ ছাড়াল "

মৃত্যুকূপে রক্তের নহর বইছেই, গাজায় নিহত ৪০০ ছাড়াল

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। থামার কোনো লক্ষণই নেই। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন এই হামলায় ৪১৩ জন নিহত হয়েছে। আহত ৬৬০ জনের বেশি। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে অনেকে। 


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এর মাধ্যমে হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিল ইসরায়েল। হামলার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ তারা ইসরায়েল থেকে নেওয়া বন্দীদের মুক্তি দিতে বা যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবে রাজি হয়নি।


নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল এখন থেকে ক্রমবর্ধমান সামরিক শক্তিতে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে।


গাজা থেকে আল জাজিরার আরবি সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলো খান ইউনিসের আবাসান শহরের পূর্বাঞ্চলে গোলাবর্ষণ করছে, একই সাথে তীব্র গোলাগুলির ঘটনা ঘটছে। মঙ্গলবার সকালে আধা ঘণ্টায় গাজায় ৩৫টির বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা মৃত ও আহতদের সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই হামলার হামাস আমেরিকার দায় দেখলেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কি সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হাগস বলেন, যুদ্ধবিরতি আরও এগিয়ে নিয়ে যেতে হলে হামাসকে জিম্মিদের মুক্তি দিতে হবে। তারা এটা প্রত্যাখ্যান করে যুদ্ধের দিকেই এগিয়ে গেল।


মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিটও জানান, তাদেরকে জানিয়েই হামলা করেছে ইসরায়েল।


এই হামলার নিন্দা জানিয়েছে ইরান, মিশর, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে ইরান হামলার জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করছে। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, হামলার তথ্য জানার পর তিনি হতবাক হয়েছেন। 


ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর দ্বিতীয় পর্যায়ের চুক্তি নিয়ে দু’পক্ষের মধ্যে এখনও কোনো সমঝোতা হয়নি। ইসরায়েল ও হামাস মধ্যস্থতামূলক আলোচনায় রয়েছে। এ অবস্থায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। 


ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় হামাস বলেছে, ইসরায়েল একতরফাভাবে গাজা যুদ্ধবিরতি বাতিল করছে। গাজার শাসকগোষ্ঠীটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি হামলার অর্থ হলো, ইসরায়েল একতরফাভাবে গাজায় ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বাতিল করছে।


২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৪৮ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ১২ হাজারের বেশি। ওই হামলায় বিরতি আসে গত ১৯ জানুয়ারি। এরপর গাজায় ফিরতে শুরু করেন বাস্তুচ্যুতরা। এ অবস্থাতেই এবার হঠাৎ করে ফের হামলা শুরু করল ইসরায়েল।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال