বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম আজ ১১ই এপ্রিল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরে পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, “জুলাই বিপ্লবোত্তর ছাত্রসমাজের অন্যতম দাবি ছিল— ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি।” তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৯, ১৯৮০, ১৯৮২ ও ১৯৮৯ সালে অনুষ্ঠিত ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে ছাত্রশিবির সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল।
এছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনেও ছাত্রশিবির অংশ নেয় এবং একাধিক স্থানে শিক্ষার্থীদের ভোটে বিজয়ী হয়।
পোস্টের সঙ্গে ১৯৮৯ সালের ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের অংশগ্রহণের একটি ছবি সংযুক্ত করেন তিনি, যা সেই সময়কার ছাত্র রাজনীতির বাস্তব চিত্রকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে।

সাদিক কায়েমের এই পোস্ট নতুন করে ছাত্র সংসদ ও ক্যাম্পাসভিত্তিক গণতান্ত্রিক ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তা এবং অতীত ঐতিহ্যকে আলোচনায় নিয়ে এসেছে।