" নিবন্ধন ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে পাওয়ার অপেক্ষায় জামায়াত "

নিবন্ধন ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে পাওয়ার অপেক্ষায় জামায়াত

 

বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখনো ঝুলে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন মামলার চূড়ান্ত নিষ্পত্তি। সরকার পরিবর্তনের আট মাস পরেও দলটির ঐতিহ্যবাহী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।


যদিও অন্তর্বর্তীকালীন সরকার এখনো নির্বাচন ঘোষণার নির্দিষ্ট দিন জানায়নি, কিন্তু রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। প্রায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে জামায়াতও সক্রিয় মাঠে। তবে নিবন্ধন ও প্রতীকহীন অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দলটির ভেতরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও হতাশা।


এর পাশাপাশি দলটির শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। দলটির আইনজীবীরা বলছেন, এই দুটি বিষয়ে আইনি লড়াই অব্যাহত রয়েছে এবং তারা আশাবাদী যে আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়া যাবে।


জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম জানান, ১৯৭৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় সংসদে দলটির ৫৫ জন প্রতিনিধি ছিলেন, যাদের মধ্যে ৫ জন নারী। তিনি বলেন, ‘নিবন্ধন না পাওয়াটা আমাদের জন্য হতাশাজনক। তবে আমরা বিশ্বাস করি, সংবিধানিক এবং আইননুগ আমরা ন্যায়বিচার পাবো।’


আইনজীবীরা জানিয়েছেন, প্রধান বিচারপতি বিদেশ সফর থেকে ফিরলে এপ্রিলের শেষ সপ্তাহেই মামলাগুলোর শুনানি হতে পারে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال